বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান ও অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭ সালের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার বিএ (সম্মান) পরীক্ষায় ফলাফলে ব্যাপকভাবে ব্যবধান রেখে চূড়ান্ত করার আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা পরিষদের (২৯ জানুয়ারি ২০১৯) সুপারিশ ও সিন্ডিকেটের (৩০ জানুয়ারি ২০২২) সিদ্ধান্ত অনুযায়ী তিন বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত রাখা হলো।
ওই পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বার টেবুলেশন সংক্রান্ত সকল বিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে।
বিজনেসে আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি