বিজনেস আওয়ার প্রতিবেদক : এ লড়াই যেন থামছেই না, দিনদিন জটিল থেকে আরও জটিলতা বাড়ছে। কেউই একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়। নতুন করে আবার শুরু হলো নিপুণের বিরুদ্ধে জায়েদের আইনী লড়াই। এবার আদালত অবমাননা বিষয়ে সতর্ক করে অভিনেত্রী নিপুণকে আইনি নোটিশ দিয়েছেন জায়েদ খানের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।
পাঠানো ঐ নোটিশে নিপুণকে বলা হয়, ‘আমরা দেশের গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি আদালতের আদেশ মানছেন না। আপনি মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ যে আদেশ তা অমান্য করছেন, অশ্রদ্ধা করেছেন।এরপর যদি আদেশ অমান্য করা হয় তাহলে আমি আদালত অবমাননার অভিযোগ করতে বাধ্য হবো। ‘চলচ্চিত্র শিল্পী সমিতির বিএফডিসির ঠিকানা বরাবর এই আইনি চিঠি পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে চেম্বার আদালত যে স্থগিতাদেশ ও স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন, তা বহাল রাখতে বলেছেন আপিল বিভাগ। নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে হাইকোর্টে বিচারাধীন রুল নিষ্পত্তি পর্যন্ত তা অব্যাহত রাখতে বলা হয়েছে।এই আদেশের ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কেউই আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছিলেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম।
আজ দুপুরে এক সাক্ষাৎকারে অভিনেতা জায়েদ খান বলেন, নিপুণ আদালতের আদেশ অমান্য করছেন। এরপর যদি তিনি আদালতের আদেশ অমান্য করেন তাহলে আমি তার বিরুদ্ধে মামলার জন্য অভিযোগ করতে বাধ্য হবো। ‘
বিজনেসে আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি