বিজনেস আওয়ার প্রতিবেদক : গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির জন্য সিয়াম এই রাষ্ট্রীয় সম্মাননা পেলেন।
পুরস্কারের তালিকা প্রকাশের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ্। এই অর্জন আমার একার নয়, আমার পরিবার ও আমাদের টিম (বিশ্বসুন্দরী)সহ সংশ্লিষ্ট সকলের। পরিবার যদি আমাকে কাজের সুযোগ দিয়ে সাপোর্ট না করত, তাহলে মনে হয় না আজকের এই স্থানে আমি আসতে পারতাম। ’
সিয়াম বলেন, আমাদের টিম মেম্বার কোরিওগ্রাফার সুমন ভাইকে (সহিদুর রহমান) এ পুরস্কার উৎসর্গ করতে চাই। তিনি শুটিংয়ের সময় বারবার বলতেন জাতীয় পুরস্কার অনেক বড় বিষয়, এটা দায়িত্ব বাড়িয়ে দেয়। এ মানুষটি এবার পুরস্কার পেয়েছেন। কিন্তু দেখে যেতে পারলেন না। সিয়াম আরও বলেন, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, জুরিদের প্রতি কৃতজ্ঞ। এত বড় সম্মান আমাকে ও আমার পরিবারকে দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ।
বিজনেসে আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি