ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা-ভূমিধসে ব্রাজিলে ৯৪ জনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • 22

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেনস দপ্তর টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বন্যা-ভূমিধসে ব্রাজিলে ৯৪ জনের মৃত্যু

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেনস দপ্তর টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: