বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর লালবাগ এলাকায় আলোচিত কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মনির হোসেন ওরফে শুভকে আটক করেছে র্যাব। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শুভকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
র্যাব জানায়, গণধর্ষণের শিকার তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে আটকে রাখা হয়। পরে তার ওপর অভিযুক্তরা নির্যাতন ও ধর্ষণ চালায়।
তিনি বলেন, শুভকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি ওই তরুণীকে প্রথমে নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়। এরপর সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে গণধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/কমা