বিজনেস আওয়ার প্রতিবেদক : নাজমুল আবেদীন ফাহিম রং আর তুলি নিয়ে ক্যানভাসে নিমগ্ন হয়ে যাওয়া শিল্পীর ছবিই যেন কিছুদিন ধরে ক্রিকেট মাঠে দেখছেন। বিপিএলে ফরচুন বরিশালের এই ব্যাটিং উপদেষ্টা সেটি দেখতে পাচ্ছেন তাঁর পুরনো শিষ্য সাকিব আল হাসানের মাঝেই।
আইপিএলে দল না পাওয়া অলরাউন্ডারের দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলা নিশ্চিত নয় এখনো। বিসিবিও এ বিষয়ে তাঁর মত জানবে বিপিএল শেষ হলে। তা নিয়ে কথা হয়নি ফাহিমের সঙ্গেও। তবে তিনি চান, ‘এটি (দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা) নিয়ে আলাদা করে কোনো কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সবই খেলার। যখনই সুযোগ থাকবে, বাংলাদেশের সব খেলাই যেন সে খেলে। এটিই আমি চাইব। ’
কোন সিরিজটি বেশি গুরুত্বপূর্ণ বা কম, তা বিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করেন ফাহিম, ‘সাকিব ও বোর্ডকে বসে আলাপ করতে হবে যে সে কোথায় কোথায় খেলবে। সুযোগ থাকলে হয়তো একটি সিরিজ বা একটি টেস্ট নাও খেলতে পারে। সেটি ওর শারীরিক ধকল কাটিয়ে ওঠার জন্যই।
নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন ,আমার মনে হয়, আলাপ-আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগে বিপিএলে সাকিবকে নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠতে দেখছেন ফাহিম, আপনি যখন নিয়মিত পারফরম করতে পারবেন, সেটি আপনাকে আরো সম্পৃক্ত থাকা ও চিন্তা করার ক্ষেত্রে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
বিজনেসে আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি