বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠানে দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের সকলেই নারী ও শিশু। এদের মধ্যে সাত নারী ও ছয় মেয়ে শিশু রয়েছে। বুধবার রাতে রাজ্যের কুশিনগর জেলার এক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীদের বয়স ২০ থেকে ৩৫ বছর। এছাড়া এক বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার নারী ও শিশুরা বিয়ের অনুষ্ঠানে পুরনো কুয়ার ওপর নির্মিত একটি স্লাবের ওপর বসে ছিলেন। ভারি ওজনের কারণে স্লাবটি ভেঙে পড়ে আর ওপরে বসে থাকারা কুয়ায় পড়ে যায়। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএনআইকে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার জানান, মৃতের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। তিনি বলেন, ‘গত রাত সাড়ে আটটার দিকে কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।’ জেলা ম্যাজিস্ট্রেট জানান, নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বিজনেসে আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি