বিজনেস আওয়ার প্রতিবেদক : বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রথমদিকে নিজেদের প্রেমের বিষয়ে কিছু না বললেও সম্প্রতি খোলামেলা কথা বলছেন তারা।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই অভিনেত্রী বলেন, প্রেমের বিষয়টিতে লুকানোর কিছু নেই। আমি একটি সম্পর্কে রয়েছি আর রণবীরের সঙ্গে এবং খুব ভালো আছি। ওকে খুব ভালোবাসি আমি।
প্রেমিক রণবীরের সম্পর্কে আলিয়া বলেন, ও একটু প্লেবয় ছিল, তারপরও প্রেমিক তো। ওর প্রতি আমার ভালোবাসা আছে বলেই এতো বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি।
তবে আলিয়া এ বিষয়ে খুব একটা দুঃখিত নন। এই অভিনেত্রীর মতে, সবকিছুর নেপথ্যেই কোনও একটা কারণ থাকে। তাই তারা যখনই বিয়ে করুন না কেন সেটা খুব সুন্দরভাবে হবে বলে মনে করেন তিনি।
এদিকে বলিউডে জোড় আলোচনা, এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন রণবীর-আলিয়া। মুম্বাই বা রাজস্থানে হয়তো বিয়ের অনুষ্ঠান হতে পারে তাদের।
বিজনেসে আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি