বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৯০৪। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৪ জন। উপজেলার ৩৪ জন।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫।
দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে কয়েক দফায় সংক্রমণ চিত্রে ওঠা-নামা দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ২৪। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ২০।
বিজনেসে আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি