বিজনেস আওয়ার প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি তাদের পঞ্চম বৈঠকের আয়োজন করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনি, রবি ও মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। গত বুধবার অনুষ্ঠিত হয় সার্চ কমিটির চতুর্থ বৈঠক।
ওই বৈঠকের পর সচিব মো. সামসুল আরেফিন বলেন, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয়েছে ১৫ কার্যদিবস।
বিজনেস আওয়ার/১৯ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: