ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আফগান কোচ স্টুয়ার্ট এখন বাংলাদেশে

  • পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • 21

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশে এসেছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট ল। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

স্টুয়ার্ট ল তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ল আফগানিস্তানের আগের কোচ ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন। যিনি গেল সেপ্টেম্বরে পারস্পারিক সমঝোতায় চাকরি ছেড়েছিলেন। ল এর আগে বাংলাদেশের কোচ ছিলেন। তার তত্ত্বাবধানেই বাংলাদেশ ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। শেষ ওভারে হেরেছিল পাকিস্তানের কাছে।

২০১১ বিশ্বকাপের আগে তিনি শ্রীলঙ্কার অন্তর্বতীকালীন কোচ হয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ দলে যোগ দেন। ২০১৭ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হয়েছিলেন দুই বছরের জন্য। তার আগে ২০১৬ সালে তিনি অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক ছিলেন।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আফগান কোচ স্টুয়ার্ট এখন বাংলাদেশে

পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশে এসেছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট ল। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

স্টুয়ার্ট ল তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ল আফগানিস্তানের আগের কোচ ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন। যিনি গেল সেপ্টেম্বরে পারস্পারিক সমঝোতায় চাকরি ছেড়েছিলেন। ল এর আগে বাংলাদেশের কোচ ছিলেন। তার তত্ত্বাবধানেই বাংলাদেশ ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। শেষ ওভারে হেরেছিল পাকিস্তানের কাছে।

২০১১ বিশ্বকাপের আগে তিনি শ্রীলঙ্কার অন্তর্বতীকালীন কোচ হয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ দলে যোগ দেন। ২০১৭ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হয়েছিলেন দুই বছরের জন্য। তার আগে ২০১৬ সালে তিনি অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক ছিলেন।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: