ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চ্যারিটি ফান্ডে বেটার ফিল্ম চাওয়া খুবই ফালতু মনে হয়: নিশো

  • পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয় আফরান নিশো। তার নাটক মানেই ইউটিউবে মিলিয়ন মিলয়ন ভিউ। এই অভিনেতার ভক্তদের দীর্ঘদিনের দাবি, তাকে বড়পর্দায় দেখা। এ নিয়ে প্রায়ই নিশোকে শুনতে হয় ‘কবে সিনেমা করবেন?’।

তবে তিনি ‘সিনেমা করবো না’ কথাটি কখনই বলেন না। বরং, সবকিছু ব্যাটেবলে মিলে গেলেই সিনেমা করবেন বলে অকপট জানিয়ে দেন।
শনিবার আফরান নিশো অভিনীত ওয়েব ফিল্ম ‘রেডরাম’র যমুনা ব্লকবাস্টারে স্পেশালভাবে প্রদর্শিত হয়।

সেখানেও নিশোকে প্রশ্ন করা হয়, ‘আপনাকে সত্যি সত্যি সিনেমায় কবে পাওয়া যাবে?’জবাবে নিশো বলেন, ‘আমি তো করতে চাই। কিন্তু গল্প পছন্দ হলে চরিত্র পছন্দ হয় না, চরিত্র পছন্দ হলে গল্প ঠিক থাকে না; গল্প-চরিত্র দুটোই পছন্দ হলে বাজেট ঘাটতি দেখা যায়।’

ছোটপর্দার ভার্সেটাইল এ অভিনেতা বলেন, ‘ফিল্ম করার জন্য বড় প্রস্তুতির দরকার হয়। অনেকেই বলেন, একমাস পরে সিনেমার শুটিং! এমনটা করতে পারবো না। আর আমি সবসময় বলি, ফিল্মের নামে চ্যারিটি করতে পারবো না। নাথিং কামস ফ্রি। যখন মুভ করবো সেখানে চ্যারিটি করার কিছু নাই। প্রফেশনালি কাজ করবো। সেখানে পারিশ্রমিক ও প্রপার বাজেট থাকতে হবে।’

‘‘চ্যারিটি ফান্ড নিয়ে বেটার ফিল্ম করতে চাওয়া খুবই ফালতু মনে হয়। এটার ট্রান্সপারেন্সির অভাব। বিশ্বের অন্য দেশে যারা ফিল্ম করে তারা প্রফেশনালি করেন। আমি ফিল্ম করলে সেভাবেই করবো। কাজটাকে সিরিয়ালি নিয়েই করবো।’’

নিজের প্রথম ওয়েব ফিল্ম হিসেবে মেহজাবীন ‘রেডরাম’ নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, গত বছর শেষদিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করবো না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি যে শুধু নাটকের কথা বলেছি। আমি তখন এই কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ‘রেডরাম’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চরকির সিইও রেদওয়ান রনিসহ সাজগোজের কো-ফাউন্ডার ও চীফ কনটেন্ট অফিসার সিনথিয়া শারমিন ইসলাম।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

চ্যারিটি ফান্ডে বেটার ফিল্ম চাওয়া খুবই ফালতু মনে হয়: নিশো

পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয় আফরান নিশো। তার নাটক মানেই ইউটিউবে মিলিয়ন মিলয়ন ভিউ। এই অভিনেতার ভক্তদের দীর্ঘদিনের দাবি, তাকে বড়পর্দায় দেখা। এ নিয়ে প্রায়ই নিশোকে শুনতে হয় ‘কবে সিনেমা করবেন?’।

তবে তিনি ‘সিনেমা করবো না’ কথাটি কখনই বলেন না। বরং, সবকিছু ব্যাটেবলে মিলে গেলেই সিনেমা করবেন বলে অকপট জানিয়ে দেন।
শনিবার আফরান নিশো অভিনীত ওয়েব ফিল্ম ‘রেডরাম’র যমুনা ব্লকবাস্টারে স্পেশালভাবে প্রদর্শিত হয়।

সেখানেও নিশোকে প্রশ্ন করা হয়, ‘আপনাকে সত্যি সত্যি সিনেমায় কবে পাওয়া যাবে?’জবাবে নিশো বলেন, ‘আমি তো করতে চাই। কিন্তু গল্প পছন্দ হলে চরিত্র পছন্দ হয় না, চরিত্র পছন্দ হলে গল্প ঠিক থাকে না; গল্প-চরিত্র দুটোই পছন্দ হলে বাজেট ঘাটতি দেখা যায়।’

ছোটপর্দার ভার্সেটাইল এ অভিনেতা বলেন, ‘ফিল্ম করার জন্য বড় প্রস্তুতির দরকার হয়। অনেকেই বলেন, একমাস পরে সিনেমার শুটিং! এমনটা করতে পারবো না। আর আমি সবসময় বলি, ফিল্মের নামে চ্যারিটি করতে পারবো না। নাথিং কামস ফ্রি। যখন মুভ করবো সেখানে চ্যারিটি করার কিছু নাই। প্রফেশনালি কাজ করবো। সেখানে পারিশ্রমিক ও প্রপার বাজেট থাকতে হবে।’

‘‘চ্যারিটি ফান্ড নিয়ে বেটার ফিল্ম করতে চাওয়া খুবই ফালতু মনে হয়। এটার ট্রান্সপারেন্সির অভাব। বিশ্বের অন্য দেশে যারা ফিল্ম করে তারা প্রফেশনালি করেন। আমি ফিল্ম করলে সেভাবেই করবো। কাজটাকে সিরিয়ালি নিয়েই করবো।’’

নিজের প্রথম ওয়েব ফিল্ম হিসেবে মেহজাবীন ‘রেডরাম’ নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, গত বছর শেষদিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করবো না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি যে শুধু নাটকের কথা বলেছি। আমি তখন এই কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ‘রেডরাম’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চরকির সিইও রেদওয়ান রনিসহ সাজগোজের কো-ফাউন্ডার ও চীফ কনটেন্ট অফিসার সিনথিয়া শারমিন ইসলাম।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: