বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পৃথকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় এক নাগরিকের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এগুলো ছিনতাই করা মুঠোফোন।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন তানভীর আহম্মেদ ওরফে টিপু (৩২), মো. নয়ন (৩২), মো. আশিকুর রহমান ওরফে শান্ত (৩৬) ও মো. চঞ্চল (৩৮)।
অন্যদিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চোর-ছিনতাইকারী চক্রের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয় ব্যক্তি হলেন মো. রতন, অমিত হাসান, খোকন, ইয়াসিন হাসান ওরফে সেন্টু, রাজু আহমেদ ও শাওন মোল্লা।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি