বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুরে শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মাসের ব্যবধানে ১৩ প্রাণী মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান বন পরিবশে ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।
সঞ্জয় কুমার ভৌমিক জানান, রবিবার (২০ ফেব্রুয়ারি) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। ওইদিনই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।
প্রাণী মৃত্যুর কারণ চিহ্নিত করার বিষয়ে সঞ্জয় কুমার ভৌমিক বলেন, এটি মন্ত্রণালয় থেকে জানানো হবে। কমিটি সম্মিলিতভাবে ১৮ পৃষ্ঠার মূল প্রতিবেদন তৈরি করে। এতে নানা পরামর্শ হিসেবে আরও পাতা যুক্ত করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য-সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও ১০দিন সময় বাড়িয়ে দেন এবং তদন্ত কমিটিতে তিনজনকে যুক্ত করা হয়। এছাড়াও পরামর্শক হিসেবে প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আরও তিনজনকে যুক্ত করা হয়।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ফেব্রুয়ারিতে একটি সিংহী মারা যায়। ওইসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তদন্ত কমিটিকে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলোর মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি চিহ্নিতকরণ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সমূহ নিয়ে নির্ধারিত মোট ২০ কার্যদিবসের যথাসময়ে প্রতিবেদনটি সম্পন্ন করেছে।
বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/কমা