বিজনেস আওয়ার প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
হারুন উর রশিদ বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল থেকে ভারতের সঙ্গে সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ (মঙ্গলবার) সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।’
বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: