ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অমর সরকার (৩৭) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ব্যবসায়ীর দোকানের কর্মচারী অনিক সরকারকে আটক করা হয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে দোকান বন্ধ করে কর্মচারী অনিককে সঙ্গে নিয়ে উপজেলা সদরে বোন মাধুরী ভক্তের বাড়ির দিকে রওনা হন অমর সরকার। বোনের বাড়িতে পৌঁছে কিছুক্ষণ পর রাত ১১টায় ওই কর্মচারীকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় নিজ বাসার দিকে রওনা দেন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।

গতকাল দিবাগত রাত আড়াইটায় অমর সরকারের বাড়িতে এসে কর্মচারী অনিক জানান, অমর সরকারের লাশ নারায়ণপুর এলাকার গরুর বাজারে পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে যান এবং সেখানকার একটি খোলা জায়গায় ওই ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে আজ ভোর পাঁচটায় সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির স্ত্রী প্রিয়াংকা সরকার বলেন, তাঁর স্বামী একজন সরল মানুষ। তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই। কী কারণে এভাবে জবাই করে তাঁকে হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা। কাউকে সন্দেহও করতে পারছেন না। তাঁর সঙ্গে নগদ কত টাকা ছিল কি না, তা–ও জানেন না। স্বামীকে হারিয়ে এখন পাগলপ্রায় প্রিয়াংকা। থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অমর সরকার (৩৭) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ব্যবসায়ীর দোকানের কর্মচারী অনিক সরকারকে আটক করা হয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে দোকান বন্ধ করে কর্মচারী অনিককে সঙ্গে নিয়ে উপজেলা সদরে বোন মাধুরী ভক্তের বাড়ির দিকে রওনা হন অমর সরকার। বোনের বাড়িতে পৌঁছে কিছুক্ষণ পর রাত ১১টায় ওই কর্মচারীকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় নিজ বাসার দিকে রওনা দেন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।

গতকাল দিবাগত রাত আড়াইটায় অমর সরকারের বাড়িতে এসে কর্মচারী অনিক জানান, অমর সরকারের লাশ নারায়ণপুর এলাকার গরুর বাজারে পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে যান এবং সেখানকার একটি খোলা জায়গায় ওই ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে আজ ভোর পাঁচটায় সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির স্ত্রী প্রিয়াংকা সরকার বলেন, তাঁর স্বামী একজন সরল মানুষ। তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই। কী কারণে এভাবে জবাই করে তাঁকে হত্যা করা হয়েছে, তা বুঝতে পারছেন না তাঁরা। কাউকে সন্দেহও করতে পারছেন না। তাঁর সঙ্গে নগদ কত টাকা ছিল কি না, তা–ও জানেন না। স্বামীকে হারিয়ে এখন পাগলপ্রায় প্রিয়াংকা। থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: