বিজনেস আওয়ার প্রতিবেদক : লম্বা সময় ধরে ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। গত বছরের বেশিরভাগ সময় কেটেছে টি-টোয়েন্টির ব্যস্ততাতেই। এ বছরও শুরু থেকে টেস্ট ও টি-টোয়েন্টির ব্যস্ততা। এই ফরম্যাটে লম্বা বিরতির পর মাঠে নামলেও খুব একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে না বাংলাদেশ দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বুধবার সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ওয়ানডের আগের দিন সাংবাদিকদের নিজেদের লক্ষ্যের কথা জানালেন তামিম। তিন ম্যাচের সিরিজে চ্যালেঞ্জ নয় বরং রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তামিমদের।
আজ মঙ্গলবার তামিম বলেন, ‘এখানে চ্যালেঞ্জের কিছু নেই। কারণ, কমবেশি সবাই অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি, তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক দিক।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘ওয়ানডেতে তাদের বিপক্ষে আমরা সবসময়ই ভালো করেছি। তারা ভালো দল এতে কোনো সন্দেহ নেই। মানসম্পন্ন বোলিং আক্রমণ আছে তাদের। তবে এই বোলিং আক্রমণের বিপক্ষেই আমরা আগে ভালো করেছি। কাল যারা খেলবে, ব্যাট হাতে সবাই ছন্দে আছে।’
আগামী ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি