বিজনেস আওয়ার প্রতিবেদক :চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিরামহীন আলোচনা-সমালোচনার পাশাপাশি নতুন বিতর্ক তৈরি হচ্ছে। সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনও চলছে জায়েদ খান-নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই। এর মধ্যেই তিন কিংবদন্তি সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলেন ছবি সরানো নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
সম্প্রতি এই নামফলক সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন চিত্রনায়ক রুবেল। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানেন না বলে দাবি করেছেন সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমি এখনও সমিতিতে অফিস করছি না। গেলেও ৫-১০ মিনিট বসি। আমি এখনও কোনো কিছুর অর্ডার করিনি।
শিল্পী সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এ বিষয়ে জানতে চাইলে এই মেগাস্টার বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। ছবি ওঠানো-নামানোতে সোহেল রানা-ফারুক-উজ্জ্বলের কিছু যায় আসে বলে আমি মনে করি না। এতে আমাদের সম্মান কমবে বা বাড়বে বলেও মনে করি না। ফলে এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। শিল্পী সমিতিতে ছবি উঠলো বা নামালো এটা দিয়ে আমাদের কী হবে? এখন রাজ্জাক ভাই নেই। তাতে কি তার সিনেমা-সুনাম মুছে যাবে? কবরী নেই তাতে কি তার নাম মুছে যাবে?
বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি