ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গবেষণায় বুস্টার ডোজে ৫ গুণ অ্যান্টিবডি

  • পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • 75

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পর মানুষের শরীরে পাঁচ গুণ অ্যান্টিবডি তৈরি হয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণা।

বুস্টার ডোজ গ্রহণকারী ২২৩ জনের ওপর চালানো এক গবেষণা থেকে এতথ্য জানা গেছে বলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান। গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে যুক্ত ছিলেন বিএসএমএমই ‘র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।

শারফুদ্দিন আহমেদ জানান, প্রথম ধাপে টিকা নেওয়ার পর ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা টিকা নেওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

প্রথম ডোজ টিকা নেওয়ার ৬ মাসের মধ্যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পর ওইসব মানুষের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। এসব মানুষদের রক্তের প্যারামিটারগুলোতেও কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা ও কার্যকারিতার প্রমাণ এ গবেষণার প্রাপ্ত তথ্যে পাওয়া যায়। ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণারও প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর, ৬ মাস পর এবং বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। এ প্রক্রিয়ায় ২২৩ জন অংশগ্রহণকারীর ক্ষেত্রে দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর এবং তার মধ্যে ৩০ জনের দুই ডোজ নেওয়ার ৬ মাস পর ও বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।

বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে ১০ কোটির বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৭ কোটির বেশি মানুষ। এবং ৩০ লাখের বেশি মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ২৯ হাজার মানুষ মারা গেছেন।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গবেষণায় বুস্টার ডোজে ৫ গুণ অ্যান্টিবডি

পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পর মানুষের শরীরে পাঁচ গুণ অ্যান্টিবডি তৈরি হয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণা।

বুস্টার ডোজ গ্রহণকারী ২২৩ জনের ওপর চালানো এক গবেষণা থেকে এতথ্য জানা গেছে বলে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান। গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে যুক্ত ছিলেন বিএসএমএমই ‘র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।

শারফুদ্দিন আহমেদ জানান, প্রথম ধাপে টিকা নেওয়ার পর ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা টিকা নেওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

প্রথম ডোজ টিকা নেওয়ার ৬ মাসের মধ্যে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পর ওইসব মানুষের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। এসব মানুষদের রক্তের প্যারামিটারগুলোতেও কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা ও কার্যকারিতার প্রমাণ এ গবেষণার প্রাপ্ত তথ্যে পাওয়া যায়। ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণারও প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর, ৬ মাস পর এবং বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়। এ প্রক্রিয়ায় ২২৩ জন অংশগ্রহণকারীর ক্ষেত্রে দুই ডোজ টিকা নেওয়ার ১ মাস পর এবং তার মধ্যে ৩০ জনের দুই ডোজ নেওয়ার ৬ মাস পর ও বুস্টার ডোজ নেওয়ার ১ মাস পর অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।

বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে ১০ কোটির বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৭ কোটির বেশি মানুষ। এবং ৩০ লাখের বেশি মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ২৯ হাজার মানুষ মারা গেছেন।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২২/জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: