ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রিদ-ম্যানচেস্টারের ম্যাচ ড্র

  • পোস্ট হয়েছে : ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 83

বিজনেস আওয়ার প্রতিবেদক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচটি ড্র হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধের শুরুতে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স গোল করে এগিয়ে নেন দলকে। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে অ্যান্থনি অ্যালেঙ্গা গোল করে সমতা ফেরান। তবে দুর্ভাগ্য বলতে হবে স্প্যানিশ ক্লাবটির। তাদের দারুণ দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। নতুবা জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

প্রথমার্ধে বলের দখল বেশি ছিল ম্যানইউর কাছে। কিন্তু প্রভাব বিস্তার করে খেলে অ্যাটলেটিকো। প্রথমার্ধে রোনালদো-অ্যালেঙ্গারা প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতেই পারেনি।

তবে ৭ মিনিটেই ঘরের মাঠের দর্শকদের উল্লাসের উপলক্ষ্য এনে দেয় অ্যাটলেটিকো। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে বল পান রেনান লোদি। তিনি ক্রসে বক্সের মধ্যে বল পাঠান। বলের গতিপথ লক্ষ্য করে বক্সে ঢুকে উড়ন্ত হেড নেন জোয়াও ফেলিক্স। ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য উভয় দল চেষ্টা চালাতে থাকে। কিন্তু কার্যকরী কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৭৫ মিনিটের মাথায় মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে নামেন অ্যালেঙ্গা। ৮০ মিনিটের মাথায় গোল করেন তিনি। এ সময় ব্রুনো ফার্নান্দেসের কাছ থেকে বল পেয়ে অ্যাটলেটিকোর গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান। অন টার্গেটে তার নেওয়া প্রথম শটেই গোল করেন তিনি।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

মাদ্রিদ-ম্যানচেস্টারের ম্যাচ ড্র

পোস্ট হয়েছে : ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচটি ড্র হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধের শুরুতে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স গোল করে এগিয়ে নেন দলকে। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে অ্যান্থনি অ্যালেঙ্গা গোল করে সমতা ফেরান। তবে দুর্ভাগ্য বলতে হবে স্প্যানিশ ক্লাবটির। তাদের দারুণ দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। নতুবা জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

প্রথমার্ধে বলের দখল বেশি ছিল ম্যানইউর কাছে। কিন্তু প্রভাব বিস্তার করে খেলে অ্যাটলেটিকো। প্রথমার্ধে রোনালদো-অ্যালেঙ্গারা প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতেই পারেনি।

তবে ৭ মিনিটেই ঘরের মাঠের দর্শকদের উল্লাসের উপলক্ষ্য এনে দেয় অ্যাটলেটিকো। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে বল পান রেনান লোদি। তিনি ক্রসে বক্সের মধ্যে বল পাঠান। বলের গতিপথ লক্ষ্য করে বক্সে ঢুকে উড়ন্ত হেড নেন জোয়াও ফেলিক্স। ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য উভয় দল চেষ্টা চালাতে থাকে। কিন্তু কার্যকরী কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৭৫ মিনিটের মাথায় মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে নামেন অ্যালেঙ্গা। ৮০ মিনিটের মাথায় গোল করেন তিনি। এ সময় ব্রুনো ফার্নান্দেসের কাছ থেকে বল পেয়ে অ্যাটলেটিকোর গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান। অন টার্গেটে তার নেওয়া প্রথম শটেই গোল করেন তিনি।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: