ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

  • পোস্ট হয়েছে : ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 14

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ডোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুতিন এই নির্দেশ দেন। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কে বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে ওডেসা এবং পূর্ব দোনেৎস্ক ওব্লাস্ট এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি।

বিবিসি জানিয়েছে, ডোনবাসে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘদিন ধরে মদদ দিয়ে যাচ্ছে রাশিয়া। ২১ শে ফেব্রুয়ারি রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণার পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিজনেসে আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

পোস্ট হয়েছে : ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ডোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুতিন এই নির্দেশ দেন। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্কে বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে ওডেসা এবং পূর্ব দোনেৎস্ক ওব্লাস্ট এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি।

বিবিসি জানিয়েছে, ডোনবাসে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘদিন ধরে মদদ দিয়ে যাচ্ছে রাশিয়া। ২১ শে ফেব্রুয়ারি রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণার পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিজনেসে আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: