বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেয়ার পরপরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয়েছে। কিয়েভের লোকজন বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টের নিচে আশ্রয় নিচ্ছেন। বিবিসি তাদের প্রতিবেদনে এ কথা বলেছেন।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয়েছে। আর বোমা হামলার পর থেকে শহর ছেড়ে লোকজনকে নিরাপদে সরে যেতে দেখা গেছে।
কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে।
বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজ জানিয়েছেন ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত হওয়া রুশ সেনা অভিযান সম্পর্কে তাদের ধারণা দিয়েছেন।
ঐ কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে। দেশটির দক্ষিণে ওদেসা অঞ্চলে সেনা সদস্যদের আগ্রাসনের খবরও পাওয়া গেছে।
রুশ সীমান্তের প্রায় ২৫ মাইল দূরের খারকিভ অঞ্চলেও সেনা সদস্যরা এগিয়ে আসছে, বলছেন সরকারি কর্মকর্তারা।
বিবিসি সংবাদদাতা জেমস ওয়াটারহাউজের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা মনে করছেন যে যথেষ্ট বড় পরিসরে এই সেনা অভিযান পরিচালিত হচ্ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে।
বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা