বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: “শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন অভিযানের ঘোষণা দেন। পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে থাকে রাশিয়া। দেশটিতে রাশিয়া মিশাইল হামলাও চালিয়েছে।
বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: