বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ান আগ্রাসনের ভেতর ইউক্রেনকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপির এক খবরে জানানো হয়, বুধবার রাতে ইউক্রেনে রাতভর রাশিয়ান হামলার পরই জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নিজের এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ও সহযোগিতা চালিয়ে যাব আমরা। কোনো ধরণের উসকানি ছাড়া রুশ বাহিনীর অনৈতিক হামলায় নিন্দাও জানিয়েছেন তিনি।
এদিকে রাজধানী কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে হামলার পর বাইডেন বলেছেন, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তিনি জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন। এই আলোচনার আগ পর্যন্ত হোয়াইট হাউস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। জি-৭ এর পর ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গেও আলোচনা করবেন বলে জানান তিনি।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো রাশিয়ার ওপর বড় ধরণের নিষেধাজ্ঞা জারি করবে। মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার রপ্তানি নিয়ন্ত্রণসহ এসবারব্যাংক বা ভিটিবির মতো বড় ব্যাংকগুলোর উপরেও নিষেধাজ্ঞা দিতে চেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ব্যাপারে আরও স্পষ্টভাবে কথা বলার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে বাইডেন বলেন, পুতিন পূর্বপরিকল্পিতভাবেই যুদ্ধের পথ বেছে নিয়েছেন। এই যুদ্ধ সর্বত্র মানবিক বিপর্যয় ডেকে আনবে। মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য একমাত্র রাশিয়া দায়ী থাকবে মন্তব্য করে বাইডেন আরও হুঁশিয়ারি দেন, এসবের জন্য রাশিয়াকে সমগ্র বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে।
বিজনেস আওয়ার/২৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি