বিজনেস আওয়ার প্রতিবেদক : ওয়ানডেতে বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের চেয়ে বেশিসংখ্যকবার এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তামিম। আজকে দিয়ে মোট ২০বার এভাবে আউট হলেন বাঁহাতি ওপেনার। ১৭বার এলবিডব্লু হয়ে দুইয়ে মুশফিক। ১৬বার এভাবে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল।
বাঁহাতি পেসারকে খেলার সময় তামিম অবচেতনভাবেই বাঁ পা–টা আড়াআড়ি নিয়ে খেলেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডান পাশের চোখ দিয়ে বলটা দেখতে হয়, যা অসুবিধার। বলের পেছন থেকে না খেলে পাশ থেকে খেলতে হয়। এ কারণে বল একটু মুভমেন্ট করলেই ব্যাট ফাঁকি দেওয়ার ঝুঁকি থাকে। এটাই কি তাঁর এলবিডব্লু হওয়ার মূল কারণ?
বাংলাদেশ ১০ ওভার শেষে ১ উইকেটে ৫৪।
তিন পরিবর্তন নিয়ে নামছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবদিন নইবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তান দল: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
তামিম ইকবালের দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দলই মাঠে নামাচ্ছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রাখার ভাবনা থেকেই এ সিদ্ধান্ত।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি