আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৪৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ৮৬ লাখ ১১ হাজার ৬৫৭ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৭ লাখ ৭৫ হাজার ২১৯ জন, ব্রাজিলে ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫, ভারতে ছয় লাখ ৭৭ হাজার ৬৩০।
রাশিয়ায় পাঁচ লাখ ৪৬ হাজার ৮৬৩ জন, চিলিতে দুই লাখ ৯৯ হাজার ৪৪৯, পেরুতে দুই লাখ ৩৮ হাজার ৮৬, ইরানে দুই লাখ ৩৫ হাজার ৩০০, তুরস্কে দুই লাখ এক হাজার ১৩, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৮০৬, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ৮০০।
মেক্সিকোতে দুই লাখ ১৩ হাজার ছয়জন, সৌদি আরবে এক লাখ ৯৪ হাজার ২১৮, পাকিস্তানে এক লাখ ৯৮ হাজার ৫০৯, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৮২ হাজার ২৩০, বাংলাদেশে এক লাখ ১০ হাজার ৯৮, কাতারে এক লাখ তিন হাজার ২৩, কানাডায় ৯৬ হাজার ৯১৪ জন, ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ জন।
চীনে ৭৮ হাজার ৭৭৫ , সংযুক্ত আরব আমিরাতে ৪৮ হাজার ৯১৭ জন, কুয়েতে ৪৯ হাজার ২০, সিঙ্গাপুরে ৪৩ হাজার ৮৩৩, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৫৫৬, মালয়েশিয়ায় আট হাজার ৫৪৬ জন এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ২৭২ জন সুস্থ হয়ে উঠেছে।
বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২০/এ