বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করেছেন এবং শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে প্রস্তুত। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান জেলেনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকিফোরভ।
সের্গেই নিকিফোরভ লিখেন, ‘আমাকে অভিযোগ অস্বীকার করতে হবে যে আমরা আলোচনা করতে অস্বীকার করেছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনার জন্য প্রস্তুত ছিল এবং আছে। এটা আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি’।
নিকোফোরভের মতে, আলোচনার স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত তারাতারি স্বাভাবিক জীবন ফিরে যাওয়া সম্ভব হবে।
রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সাথে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। পরে তিনি বলেছিলেন বেলারুশিয়ান রাজধানী শহরে আলোচনার উদ্যোগের প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় পক্ষ ওয়ারশকে একটি সম্ভাব্য স্থান হিসাবে প্রস্তাব করেছিল।
বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২২/কমা