বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরে আউটপেস নামের একটি স্পিনিং মিলের তুলার গুদামের লাগা আগুন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ মিয়া।
আবদুল হামিদ মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তুলার গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুদামের সব মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: