বিজনেস আওয়ার প্রতিবেদক : শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার (ইসি)।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বেলা পৌনে ৫টার দিকে প্রথমে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর পর্যায়ক্রমে চার নির্বাচন কমিশনার শপথ নেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: