বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে সোমবার দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে। সোমবার সকালে বেলারুশ সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ কথা বলেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হবে।
এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সঙ্গে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।
কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি রয়েছে ইউক্রেন।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২২/কমা