বিজনেস আওয়ার প্রতিবেদক : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকয় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দুই দিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কুমিল্লা ও নোয়াখালীসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু্’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৫ দিন রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।
আজ সূর্যাস্ত হবে ভোর ৬টা ১ মিনিটে।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২২/কমা