বিজনেস আওয়ার প্রতিবেদক : লিটনকে রেখে এবার চলে গেলেন মুশফিকুর রহিম। দলীয় ১২১ রানের মাথায় কিপার গুরবাজের হাতে কট দিয়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের এই লিজেন্ড কিপার।
মুশফিক ১৫ বল খেলে সাত রান করেন। মুশফিকের পর মাঠে নেমেছেন ইয়াসির আলী।
তামিমের পর দলীয় ১০৪ রানের মাথায় আমজাতুল্লাহ’র বলে বোল্ট হয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান।
আউট হওয়ার আগে সাকিব ৩৬ বল খেলে ৩ চারের সুবাদে ৩০ রান করেন।
সাকিব আউট হওয়ায় মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। সঙ্গে আছেন ওপেনার লিটন দাস।
এর আগে দলীয় ৪৩ রানের মাথায় ফজল হকের বলে বোল্ড হলে মাঠ ছাড়তে হয়েছে তামিম ইকবালকে।
তামিম ২৫ বল খেলে ১ চারের সুবাদে ১১ রান করেন।
তামিমের আউটের পর মাঠে নামেন সাকিব আল হাসান।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: