বিজনেস আওয়ার প্রতিবেদক : তৃতীয় ওয়ান্ডে ম্যাচে আফগানদের বিরুদ্ধে ১৯২ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ৪৬ ওভার ৫ বল খেলে সব উইকেট হারায় বাংলাদেশ। আফগানদের জিততে হলে ১৯৩ রান করতে হবে।
বাংলাদেশের পক্ষে ওপেনার লিটন দাস সর্বোচ্চ ৮৬ রান করেন।লিটন ১১৩ বল খেলে ৭টি চার খেলে এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে সাকিব।
এছাড়া তামিম ১১, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদুল্লাহ ২৯, আফিফ ৫, মেহেদি ৬, শরিফুল ৭ ও মোস্তাফিজ ১ রান করেন। আর তাসকিন কোনো রান করতে পারেনি।
আফগানদের পক্ষে রশিদ খান ৩টি, মোহাম্মদ নবি ২টি এবং ফজল হক ও আজমাতুল্লাহ ১ উইকেট করে পান।
এর আগে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: