বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘কাজল রেখা’, যেটি পরিচালনা করবেন ‘মনপুরা’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এরইমধ্যে ছবির প্রাক-প্রস্ততি সম্পন্ন করেছেন বলে জানান তিনি।
সিনেমাটিতে কারা অভিনয় করবেন, এমন প্রশ্নই ঘুরছিল অনেকের মনে। এবার জানা গেলো অভিনয় শিল্পীদের নাম। ছবিতে অভিনয় করতে দেখা যাবে এক ঝাঁক তারকা। তারা হলেন, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই।
শুধু তাই নয়, ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এমনটাই নিশ্চিত করেন নির্মাতা নিজে।
খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়। ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী ২ মার্চ বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন। সংবাদ সম্মেলনে নির্মাতার সঙ্গে শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবেন তারা।
এরইমধ্যে মুক্তির প্রতীক্ষায় আছে গিয়াস উদ্দিন সেলিমের পাপ-পুণ্য ও গুণিন নামের দুই সিনেমা। তার আগেই শুরু করবেন সরকারি অনুদান প্রাপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘কাজল রেখা’।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি