বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সাড়ে ১৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে সাড়ে সাত হাজার মানুষ। মঙ্গলবার (০১ মার্চ) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ২৯৩ জন। আগের দিন একই সময়ে পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ছিল ৪৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৯০২ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে ভাইরাসটিতে ১৩ লাখ ৬০ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছে।
আজ সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে প্রাণ হারিয়েছে ৫৯ লাখ ৭৫ হাজার ৫৩৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছিল ৫৯ লাখ ৬৮ হাজার ০২৭ জন। এহিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে সাত হাজার ৫০৮ জন। আর বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৬ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৮৪৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭৫ হাজার ১৫০ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৩১ হাজার ০৪৫ জনের। মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ০৫৪ জন। আর ব্রাজিলে ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬২০ জনের। মারা গেছেন ৬ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা