ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খেরসন শহর ঘিরে রেখেছে রুশ সেনারা

  • পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • 25

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার রুশ বাহিনী ইউক্রেনের খেরসন শহরে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন শহরটি দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের কাছে একটি বলয়ের দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টাখানেক আগে ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেন থেকে বিবিসির প্রতিবেদক জানান, খেরসন বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খেরসনের আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খেরসন শহরটি ঘিরে রেখেছে রুশ সেনারা। তবে এখনও দখলে নিতে পারেনি।

শহরটির মেয়র ইগর কলিখায়ে দাবি করেছেন, শহরের সবগুলো প্রবেশ পথে রাশিয়ার সেনারা অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলা মুশকিল।

‘আমি নাগরিকদের সবাইকে শান্ত থাকার জন্য বলব। বাইরে বের হওয়ার দরকার নেই। শত্রুদের সঙ্গে দরকষাকষিতে যাওয়ার দরকার নেই। তাদেরকে হামলার সুযোগ দেওয়া যাবে না।’

বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খেরসন শহর ঘিরে রেখেছে রুশ সেনারা

পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার রুশ বাহিনী ইউক্রেনের খেরসন শহরে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন শহরটি দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের কাছে একটি বলয়ের দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টাখানেক আগে ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেন থেকে বিবিসির প্রতিবেদক জানান, খেরসন বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খেরসনের আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খেরসন শহরটি ঘিরে রেখেছে রুশ সেনারা। তবে এখনও দখলে নিতে পারেনি।

শহরটির মেয়র ইগর কলিখায়ে দাবি করেছেন, শহরের সবগুলো প্রবেশ পথে রাশিয়ার সেনারা অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলা মুশকিল।

‘আমি নাগরিকদের সবাইকে শান্ত থাকার জন্য বলব। বাইরে বের হওয়ার দরকার নেই। শত্রুদের সঙ্গে দরকষাকষিতে যাওয়ার দরকার নেই। তাদেরকে হামলার সুযোগ দেওয়া যাবে না।’

বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: