বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী তিন দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (০১ মার্চ) সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
একারণে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজনেস আওয়ার/০১ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: