বিজনেস আওয়ার প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, স্বৈরশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেন, তা হলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন। স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।
বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।
তিনি বলেন, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।
বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।
ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটি কেউ ধারণা করেনি।
বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: