বিজনেস আওয়ার প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতি বেড়েছে তবে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, রপ্তানির বাজারে শ্রমবাজার ও পণ্যের বাজারও ইতিবাচক হয়েছে। সার্বজনীন পেনশন সকল মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়নের হার গতবছরের চেয়ে ২ শতাংশ বেড়েছে। প্রকল্পের সঙ্গে বিদ্যুতের তার খুঁটি এসব সরাতে আলাদা প্রকল্প করার প্রস্তাব নাচক করে দিয়েছে।
বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: