বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন মোট ২৯ হাজার ৫৩ জন। বুধবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ সকাল ৮টা থেকে ২ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৭৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আর একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: