ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হামলায় ইউক্রেনে ১৩৬ জন নিহত : জাতিসংঘ

  • পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এক সপ্তাহে ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে।

জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।

এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হামলায় ইউক্রেনে ১৩৬ জন নিহত : জাতিসংঘ

পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এক সপ্তাহে ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে।

জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।

এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।

বিজনেস আওয়ার/০২ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: