বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে আগ্রাসন বন্ধ এবং দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩ সদস্য দেশের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ১৪১টি দেশের ভোটে প্রস্তাবটি পাস হয়। তবে প্রস্তাবটিতে বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
বুধবার সেনা প্রত্যাহার ও নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে এই প্রস্তাব পাস হয়। ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হচ্ছে- রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, ইরিত্রিয়া ও সিরিয়া।
ভোটপ্রদানে বিরত থাকা বাংলাদেশসহ অপর ৩৪টি দেশ হচ্ছে: চীন, আলজেরিয়া, অ্যাংগোলা, আর্মেনিয়া, বলিভিয়া, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, কঙ্গো, কিউবা, এল সালভাদর, ইকুয়েটোরিয়াল গানিয়া, ভারত, ইরান, ইরাক, কাজাখস্তান, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালি, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নিকারাগুয়া, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, উগান্ডা, তাঞ্জানিয়া, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্কসহ বাকি ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এ প্রস্তাবে কঠোরভাবে ইউক্রেনে আগ্রাসন এবং রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারে দক্ষ বাহিনীকে প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সর্বোচ্চ সতর্ক করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সূত্র: বিবিসি।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা