ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

  • পোস্ট হয়েছে : ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : ডাকাত সন্দেহে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউনিয়নের বনপাড়িল গ্রামের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ দাবি করেন, ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্য তাদের দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুটে নেয়।

এ সময় চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এরপর ডাকাত দলের সদস্য তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। স্থানীয় লোকজন ডাকাত সদস্যদের ধাওয়া করেন।

পরে ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরে গণপিটুনি দেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

পোস্ট হয়েছে : ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ডাকাত সন্দেহে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউনিয়নের বনপাড়িল গ্রামের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ দাবি করেন, ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্য তাদের দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুটে নেয়।

এ সময় চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এরপর ডাকাত দলের সদস্য তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। স্থানীয় লোকজন ডাকাত সদস্যদের ধাওয়া করেন।

পরে ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরে গণপিটুনি দেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: