বিজনেস আওয়ার প্রতিবেদক : আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পৌঁছেছেন ১০ দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে হেলিকপ্টার যোগে ভাসানচরে পৌঁছেন তারা।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১০ দেশের রাষ্ট্রদূতরা হেলিকপ্টার যোগে ভাসানচর পৌঁছেছেন। তারা হ্যালিপ্যাডে নামার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: