বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাস আর আফিফের উপর ভর করে আফগানদের ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদশে।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। লিটন ৪৪ বল খেলে ৪টি চারের মার আর ২টি ছয়ের সুবাদে এই রান করেন। আর আফিফ ২৪ বল খেলে ২৫ রান করেন।
এছাড়া মুনীম ১৭ রান, নাঈম ২ রান, সাকিব ৫ রান, মাহমুদুল্লাহ ১০ রান, ইয়াসির ৮ রান, মেহেদি ৫ রান, নাসুম ৩ রান আর শরিফুল ৪ রান করেন।
আফগানিস্তানের পক্ষে ফজল হক ও আমজাতুল্লাহ ২ উইকেট করে নেন। আর রশিদ খান ও কায়েস ১টি করে উইকেট পান।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: