স্পোর্টস ডেস্ক : আগেই ২০১৯-২০ মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু লিগের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয়টা পেলো না জিনেদিন জিদানের শিষ্যরা। লেগানেসের বিপক্ষে ড্র করেছে রিয়াল।
রোববার রাতে ঘরের মাঠে ম্যাচ শুরুর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দিয়েছিল লেগানেস। পুরো ম্যাচে রিয়ালের চেয়ে বেশি আক্রমণ করলেও ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লেগানেসকে। শেষ ম্যাচের শুরুটা চ্যাম্পিয়নসুলভই করেছিল রিয়াল।
ম্যাচের নবম মিনিটের ইসকো অ্যালার্কনের এসিস্টে গোল করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরান লেগানেস ফরোয়ার্ড ব্রায়ান গিল। প্রথমার্ধে আরও বেশ কিছু আক্রমণ করেছিল তারা।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫২তম মিনিটে আসানসিওর গোলে আবারও লিড নেয় রিয়াল। এবার ইসকোর এসিস্ট, তবে স্কোরার মার্কো অ্যাসেনসিও। এই লিডও বেশিক্ষণ থাকতে দেয়নি লেগানেস। ম্যাচের ৭৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন রজার অ্যাসেল। কিন্তু এর আগে-পরে বেশ কিছু জোরালো আক্রমণ করেও জয়সূচক গোলটি পায়নি কোনও দলই।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/এ