ঢাকা , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আটকেপড়া ২৮ নাবিক-ক্রু পৌঁছেছেন রোমানিয়ায়

  • পোস্ট হয়েছে : ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক-ক্রু নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। মলদোভা থেকে রোমানিয়া দূতাবাসের ভাড়া করা একটি গাড়িতে এখন তারা বুখারেস্টের পথে। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, বুখারেস্টে ২৮ নাবিক-ক্রুর থাকা, খাওয়ার সব বন্দোবস্ত করা হয়েছে। তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, এখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে গ্রুপ গ্রুপ হয়ে যেতে হবে। তবে টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুত আমরা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা আছে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল, তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

বিজনেস আওয়ার/০৬ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আটকেপড়া ২৮ নাবিক-ক্রু পৌঁছেছেন রোমানিয়ায়

পোস্ট হয়েছে : ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক-ক্রু নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। মলদোভা থেকে রোমানিয়া দূতাবাসের ভাড়া করা একটি গাড়িতে এখন তারা বুখারেস্টের পথে। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, বুখারেস্টে ২৮ নাবিক-ক্রুর থাকা, খাওয়ার সব বন্দোবস্ত করা হয়েছে। তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, এখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে গ্রুপ গ্রুপ হয়ে যেতে হবে। তবে টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুত আমরা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা আছে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল, তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

বিজনেস আওয়ার/০৬ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: