স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগা’র শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। ২০১৯/২০ মৌসুমে ২৫ গোল করলেন বার্সা অধিনায়ক। ফলে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতে নেন লিওনেল মেসি।
এতদিন ছয়টি পিচিচি ট্রফি নিয়ে কিংবদন্তি তেলমো জারা’র সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে হয়েছিল মেসিকে। এবার সপ্তম বারের মতো পিচিচি ট্রফি জিতে নেন মেসি। বিগত ১০০ বছরেও অন্য কারো পক্ষে এমন কীর্তি গড়া সম্ভব হয়নি।
অবশ্য পিচিচি ট্রফি জিতলেও লা লিগা শিরোপা হাতছাড়া হয়ে গেছে বার্সার। এক ম্যাচ আগেই চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে শিরোপা বিসর্জন দেয় কাতালানরা। তবে ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কারে এবারও সবার শীর্ষে মেসি। পিচিচি জয়ের পাশাপাশি অ্যাসিস্টেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: