বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে এক দিনে সাড়ে ১৪ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে এ সময়ে প্রাণ হারিয়েছে সাড়ে ৬ হাজার। মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৫৯১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল ৪৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার ১৩২ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৪৫৯ জন।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৩৫৭ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬০ লাখ ২০ হাজার ৫৭২ জন। এহিসেবে ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৮৫ জন। আর বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৭ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৩২৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জনের। মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ২৪১ জন। আর ব্রাজিলে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জনের। মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২২/কমা