বিজনেস আওয়ার প্রতিবেদক:
আমাদের সমাজের নারীরা ক্ষমতায়ন এবং আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। সব মানুষের সমভবিষ্যৎ নির্মাণে নারীরা এখন নেতৃত্ব স্থানে। এমনকি পুঁজিবাজারেও নারীদের অংশগ্রহণ এখন অনেকাংশে বেড়ে গেছে।
একটা সময় ছিল যখন পুঁজিবাজারে নারীদের তেমন অংশগ্রহণ ছিল না বললেই চলে। তবে সে অবস্থার পরিবর্তন এসেছে। বিনিয়োগকারী কিংবা নারী কর্মী হিসেবে পুঁজিবাজারে এখন তাদের সজাগ অংশগ্রহণ। নারীরা এখন তার নিজস্ব অর্থ পরিচালনা কিংবা আর্থিক স্বাধীনতা সম্পর্কে অবগত। তাদের অনেকেই এখন জানে তার অর্থ কোথায় এবং কতটুকুন বিনিয়োগ করতে হবে। নারীর এই ক্ষমতায়ন যাত্রায় ব্র্যাক ইপিএল স্টক বিভিন্নভাবে সবসময়ই পাশে থাকার চেষ্টা করে।
ব্র্যাক ইপিএল স্টকে কর্মচারীদের মধ্যে ১৯% নারী এবং নারীদের এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের কেউ হয়ত কোনো ডিপার্টমেন্টের নেতৃত্ব দিচ্ছেন, কেউ রিসার্চে দক্ষ, কেউবা ফিন্যান্স বা সেটেলমেন্টে কাজ করছেন, কেউবা বেছে নিয়েছেন ট্রেড, সেলস কিংবা কাস্টমার সার্ভিস। নারীরা বেশ সফলতার সাথে লোকাল এবং ফরেন কাস্টমারদের সাথে কাজ করে চলেছেন। ব্র্যাক ইপিএল স্টক তাদের জন্য এক নিরাপদ কর্মস্থল বা বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। ব্র্যাক ইপিএল স্টকে কাজের ক্ষেত্রে তাদের রয়েছে পূর্ণ স্বাধীনতা, নতুন কিছু সৃষ্টি এবং নেতৃত্বদানের সুযোগ। ব্র্যাক ইপি এল স্টক ব্রোকারেজ লিমিটেড বিশ্বাস করে ‘উইমেন ইন লিডারশিপ ক্যান অ্যাচিভ অ্যান ইক্যুয়াল ফিউচার’।
তাছাড়া নারী বিনিয়োগকারীদের জন্যও ব্র্যাক ইপিএল স্টক একই ভাবে পাশে রয়েছে। তাদের সুবিধামতো সুযোগ রয়েছে নারী ট্রেডার, রিলেশনশীপ ম্যানেজার কিংবা ফান্ড ম্যানেজারের সাথে কাজ করার। এছাড়াও নারী বিনিয়োগকারীদের জন্য রয়েছে অনেক ধরণের সুযোগ সুবিধা।
বিজনেস আওয়ার/নয়ন